তেঁতুলিয়া থেকে, খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৈদ্যুতিক সর্ট সাকিট থেকে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে এক ব্যবসায়ীর। শনিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শালবাহান বাজার এলাকায় আজিজুল হকের পুত্র ব্যবসায়ী রাজিউলের বাড়িতে এ অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে তেঁতুলিয়ার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনে।
এ ব্যাপারে রাজিউল জানান, ঘরের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যায় পুরো বসতঘর। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভালেও পুড়ে যায় পুরো ঘর। এ অগ্নিকান্ডে ঘরের জমির দলিল, টিভি, ফ্রিজ আসবাবপত্র, নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান রাজিউল।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মাইন উদ্দিন বলেন, খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, মডেল থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য করুন