ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
রাজধানীর কমলাপুরে দুই বগির মাঝে চাপা পড়ে মো. আলাল উদ্দিন (৪৭) নামের এক রেলওয়ে কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার (৯ জানুয়ারি) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে নয়টার দিকে মৃত ঘোষণা করেন।
উদ্ধার করে নিয়ে আসা আমিনুল ইসলাম জানান, নিহত ব্যক্তি রেলওয়ে কর্মচারী। ডিউটিরত অবস্থায় একটি ট্রেন স্টেশন থেকে ছাড়ার পূর্বে দুইটি বগি সংযুক্ত করার সময় চাপা পড়ে। এতে আলালের এক পা কাটা পড়ে। রক্তাক্ত অবস্থায় আমরা তাকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের গ্রামের বাড়ি, ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার হাটুরিয়া গ্রামের, মৃত হাফিজ উদ্দিনের সন্তান। বর্তমানে রেলওয়ের কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন। নিহত এক মেয়ের জনক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কমলাপুর স্টেশনে ট্রেনের কাজ করার সময় এক কর্মচারীর পা বিচ্ছিন্ন হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
মন্তব্য করুন