নিউজ ডেস্ক,দি সিলেট পোস্ট
চায়নাতে যে কোন ইলেক্ট্রনিক্স পণ্যের রেপ্লিকা খুব সহজেই পাওয়া যায় কিন্তু সম্প্রতি এক আজব ঘটনা ঘটল। সম্প্রতি একটি ভিডিও ভাইরলা হয়েছে যেখানে চায়নার এক ব্যক্তিকে দেখতে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের মতো অবিকল।
ভিডিওতে দেখা যায় চাইনিজ ইলন মাস্ক একটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন এবং মানুষকে জিজ্ঞাস করছেন কেউ কি গাড়িতে চরবে কি না। তার কথা বার্তার ধরনও অনেকটা ইলন মাস্কের মতো। যদিও অনেকের প্রশ্ন ভিডিওটি ডীপফেইক বা বানোয়াট।
নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ভিডিওটি প্রথমে টিকটকে ভাইরাল হয়। পরবর্তীতে সারা দুনিয়ার সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। যিদিও ভিডিওটি দেখলে কেউ ইলন মাস্ক থেকে চাইনিজ ঐ ব্যক্তিকে আলাদা করতে পারবে না। অনেকে এটাকে স্রেইফ ফেইক ভিডিও বলে উড়িয়ে দিয়েছেন।
বর্তমানে আর্টিফিশিয়াল প্রযুক্তিতে যে কারো নরমাল ভিডিওতে অন্য কারো ফেসিয়াল ডুপ্লিকেট চেহারা খুব সহজেই জুড়ে দেওয়া যায়। এই ভিডিওটিও তেমন কিছুই হবে বলে প্রযুক্তিবিদরা ধারণা করছেন।
আপনার মতামত লিখুন :