হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গরু মরার ঘটনায় কৃষককে লাখ টাকা সহায়তা দিল পল্লীবিদ্যুৎ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১০:১৩ অপরাহ্ন /
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গরু মরার ঘটনায় কৃষককে লাখ টাকা সহায়তা দিল পল্লীবিদ্যুৎ
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি 
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামের কৃষক নাঈব আলীর একটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার ঘটনায় পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে তাকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার(১২ মে) সন্ধ্যায় বড়চর গ্রামে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ইনচার্জ ডি.জি.এম আসাদুজ্জামান, পল্লী বিদ্যুৎ নবীগঞ্জের পরিচালক মুস্তাকিম আলী, নবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী, সহকারী সেক্রেটারি আবু মূসা, ১৩নং পানিউমদা ইউনিয়ন জামায়াতের সভাপতি, বড়চর ওয়ার্ডের মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মহান আল্লাহর দরবারে মুনাজাত করা হয়, যাতে কৃষক নাঈব আলী তার ক্ষতি কাটিয়ে উঠতে পারেন।
উল্লেখ্য, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু মৃত্যুর ঘটনা দেশের বিভিন্ন স্থানে ঘটছে। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আরও সচেতনতা ও দ্রুত ব্যবস্থা গ্রহণ জরুরি।
বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন সংসদ সদস্য প্রার্থী ও সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী।