কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন প্যানেল চেয়ারম্যান-১ লিটন হোসাইন। বর্তমান চেয়ারম্যান আকবর আলী সোহাগ বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের মামলায় আটক হওয়ার ২ মাসের মাথায় তিনি এ দায়িত্ব পান।
(৩০ এপ্রিল) বুধবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের নির্দেশে লিটনকে এই দায়িত্ব প্রদান করা হয়। তিনি ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য। ২০২১ সালের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হন। পাশাপাশি লিটন হোসাইন রাউৎগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে পরিষদের সদস্য-সদস্যাদের গোপন ব্যালট পেপারের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সবোর্চ্চ ৫ ভোট পেয়ে ১ম প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন লিটন হোসাইন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ আহমদ নাজিম ৪ ভোট ও আব্দুল মোক্তাদির মনু ২ ভোট পেয়ে পরাজিত হন।
রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন হোসাইন উপজেলা প্রশাসন ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে যতদিন মেয়াদ আছে ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করবো। আমি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাব। আমার এ দায়িত্বকালে পরিষদের সম্মানিত সদস্যগণ ও আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে ইউনিয়নবাসীর সেবায় সর্বদা নিয়োজিত থাকবো।
এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, প্যানেল অনুযায়ী ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য প্যানেল চেয়ারম্যান-১ লিটন হোসাইনকে রাউৎগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে ।
উল্লেখ্য, গত ৭ মার্চ রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সােহাগ বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের দায়ের করা মামলায় আসামী হওয়ায় পুলিশ তাকে আটক করে।
আপনার মতামত লিখুন :