পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে ঝড়হাওয়াসহ বজ্রপাতে ৮টি ঘর আগুনে পুড়েছে। রবিবার ২৭ এপ্রিল দিবাগত গভীর রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড়সিঙ্গিয়া মেনকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩ টার দিকে আটোয়ারীতে ঝড়হাওয়াসহ বজ্রপাত বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে বড় সিঙ্গিয়া মেনকাপাড়া গ্রামে একটি খড়ের ঘরে আগুন লাগে। লোকজন টের পেয়ে আত্মচিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের লোকজন সহ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে ৬জনের গোয়াল ঘর ও খড়ের ঘরসহ ৮টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও অনেক ফলজ ও বনজ গাছ বজ্রপাতের আগুনে পুড়ে গেছে।
এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবী করেন। ক্ষতিগ্রস্তরা হলেন, ওই এলাকার মৃত হালিম উদ্দীনের পুত্র মোঃ তসলিম উদ্দীন, মোঃ সামশুল আলম, মোঃ সোলায়মান আলী ও মোঃ আনোয়ার হোসেন, মোঃ খাজিব উদ্দীনের পুত্র মোঃ জিয়ারুল ইসলাম ও মোঃ জহিরুল ইসলাম।
উপজেলা ও থানা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আপনার মতামত লিখুন :