কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজলার টিলাগাঁও বাজারস্থ সৈয়দ এটারপ্রাইজের সত্ত্বাধিকারী, বাংলাটিলা দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শহীদ আলী জটিল রােগে আক্রান্ত হয়ে মত্যুবরণ করেছেন। শনিবার (৩০ ডিসেম্বর) রাত সােয়া ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনালিল্লাহি—রাজিউন। পরদিন রবিবার বিকেল ৩টায় বাংলাটিলা শাহী ঈদগা ময়দানে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানেদাফন করা হয়। জানাজার নামাজে বিভিন শ্রেণী পেশার মুসল্লীগণ অংশগ্রহণ করেন। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুর রহিম।
মাওলানা মাে. আল আমিনের পরিচালনায় জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলােচনায় অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ ও আসম কামরুল ইসলাম, টিলাগাঁও ইউপির চেয়ারম্যান মাে. আব্দুল মালিক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মালিক, অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, অধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী, রাজনীতিবীদ ও ব্যবসায়ী নেতা আতিকুর রহমান আখই, মাওলানা ফয়জুর রহমান, রাজনীতিবীদ রাজানুর রহিম ইফতেখার, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা গােলাম শাহ আলী চিশতি, মাওলানা সৈয়দ বাহার উদ্দিন, মাে. শামীম আহমদ, মাওলানা ইসমাইল হোসেন খান, হাজী মারুফ আহমদ ও পরিবারের পক্ষে সৈয়দ মাহমুদ আলী প্রমুখ। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে মরহুমের রুহের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত টিলাগাঁও বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়।
মন্তব্য করুন