স্টাফ রিপোর্টার।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ কৃষি জমি অনাবাদি রাখা যাবেনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। কৃষি কিংবা অকৃষি কোন জমিকেই আর পতিত রাখা যাবেনা। বিশেষ করে সিলেট অঞ্চলের কৃষি বিভাগ কে ঢেলে সাজাতে ১১ শ ৪০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবাধীন রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বানিয়াচং উপজেলার হাওরের রোপা আমন ও সবজি চাষে কৃষকদের আগ্রহ দেখতে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের উচ্চ পর্যায়ের একটি টিমকে নেতৃত্ব দিতে বানিয়াচং উপজেলা পরিদর্শনে আসেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ৪টায় বানিয়াচং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণকালে উপরোক্ত বক্তব্য রাখেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। কৃষি সম্প্রসারণ খামারবাড়ি মহাপরিচালক মো: তাজুল ইসলাম পাটোয়ারী’র সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া,সিলেট অঞ্চলের ডিএই অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন খান, হবিগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: নূরে আলম সিদ্দিকী।
গাছের গুড়ি নামক হাওরে কৃষক এনামূলের সবজি খামার পরিদর্শনে গিয়ে শীতকালীন সবজি ও ফলের জমি পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা। আগাম জাতের শীতকালীন লাউ,টমেটো, মরিচ ও তরমুজের জমি পরিদর্শন করেন। এ সময় কৃষক এনামূল একই সাথে লাউ-মরিচ-করলা,লাউ-তরমুজ,চিচিঙ্গা-জিংগা, মরিচ -লাউয়ের সমন্বিত চাষ পদ্ধতি দেখান।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,কৃষি ডিলার হোসেন আহমদ খান, ইউপি সদস্য মোবারক মিয়া, নূরুল আমীন, কৃষক আলী আমজাদ,আব্দুল মালিক প্রমুখ।
মন্তব্য করুন