কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
কুলাউড়া উপজেলায় বিশেষ সমীক্ষা কাজ (জরিপ) সম্পন্ন করা হয়েছে। উপজেলার ১৩ ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কাজ সম্পন্ন হয়।
গত এক মাসে উপজেলার প্রতিটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে স্বেচ্ছাসেবী লোকজন জরিপ কাজ করেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার
(অব.) সাদরুল আহমেদ খান জানান, সরকারি-বেসরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী, কৃষক, গৃহিণী, শ্রমজীবী, রাজনৈতিক কর্মী, মুসল্লি, সংখ্যালঘু, বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নতুন ভোটার ও প্রবাসী পরিবার সমীক্ষায় অংশ নেন। তাছাড়া জরিপের মাধ্যমে এলাকার চাহিদা, প্রাপ্তি, সুবিধা ও অসুবিধাসহ পছন্দের প্রার্থী নিয়ে স্বেচ্ছাসেবীরা তথ্য উপাত্ত সংগ্রহ ও লিফলেট বিতরণ করেন।
তিনি আরো জানান, গত ৩ আগস্ট থেকে এই জরিপ কাজ শুরু হয়। এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাছাড়া পর্যায়ক্রমে ৩-৬ আগস্ট জয়চন্ডী ইউনিয়ন, ৯-১১ আগস্ট ভূকশিমইল, ৭-৮ আগস্ট কাদিপুর, ১২-১৮ আগস্ট বরমচাল ও ভাটেরা, ১৯-২২ আগস্ট
কর্মধা, ২৩-২৮ আগস্ট ব্রাহ্মণবাজার এবং ২৬-৩০ আগস্ট হাজীপুর ইউনিয়নে জরিপ কাজ চলে।
কুলাউড়া, মৌলভীবাজার।
১ সেপ্টেম্বর ২৩’
মন্তব্য করুন