আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ
গ্রামীণ ব্যাংক যশোর যোনের কলারোয়া এরিয়ার বাগআঁচড়া শাখার উদ্যোগে বিশেষ সপ্তাহ উপলক্ষে ইং ১৮জুলাই মঙ্গলবার সকাল ৯টায় সদস্যদের মাঝে ফলজো বনজো গাছের চারা বিতরণ করা হয়।
বাগআঁচড়া শাখার রাড়ীপুকুর স্কুলপাড়া ১৯নং কেন্দ্র মিটিং পরিদর্শন শেষে গাছের চারা বিতরণ করেন গ্রামীণ ব্যাংক যশোর যোনের যোনাল ম্যানেজার ইফতেখারুল আলম।
কেন্দ্রের মিটিং পরিদর্শনকালে সদস্যদের উপস্থিতিতে গ্রামীণ ব্যাংকের লক্ষ্য উদ্যেশ্য এবং বর্তমান কার্যক্রমে নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কেন্দ্রের শৃঙ্খলা ও মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। গ্রামীণ ব্যাংক বাগআঁচড়া শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যোনাল ম্যানেজার ইফতেখারুল আলম বলেন, গাছ মানুষের বন্ধু। গাছ নানাভাবে আমাদের উপকার করে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। বেশি বেশি গাছের চারা রোপণ করতে সদস্যদের মাঝে উৎসাহ দেন। বৃক্ষরোপণের নিয়মাবলি এবং উপকারিতা নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের যশোর যোনের অডিট অফিসার আসাদুজ্জামান, কলারোয়া এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আয়নুল হক ও শাখা ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট সহকর্মী ।
উল্লেখ থাকে যে ২০২৩ সালে গ্রামীণ ব্যাংক যশোর যোনে ৮০টি শাখায় ৫৩লাখ ফলজ ও বনজ গাছের চারা রোপনের কার্যক্রম চলবে।
মন্তব্য করুন