নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
হবিগঞ্জের চুনারুঘাটে জুয়ার আসরে অভিযান চালিয়ে আওয়ামিলীগনেতা সহ ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৩ এপ্রিল) বিকেলে ৫ টায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সহ- সভাপতি ও সুন্দরপুর গ্রামের মৃত আব্দুর রাজাকের পুত্র আলী রহমান (৬০), জহুর আলীর পুত্র মো: ছায়েদ আলী (৩৭), গাদিশাইল গ্রামের মৃত ওয়াহাব উল্ল্যার পুত্র মহরম আলী( ৬৮), গোছাপাড়া গ্রামের মৃত কনা মিয়ার পুত্র ছায়েদ আলী(৫৪), কালামন্ডল গ্রামের মীর হোসেনের পুত্র সাদেকুর রহমান(৩৭), মৃত হাজ্বী আব্দুল মতলিবের পুত্র মো: আবুল কালাম(৫০), আব্দুল মন্নানের পুত্র বাবুল মিয়া(২৯), মৃত নুরুল হকের পুত্র মো: ফজুল হক(৩৫),মৃত আব্দুল আলীর পুত্র মতলিব মিয়া(৬৪), গঙ্গানগর গ্রামের মৃত ছাবর আলীর পুত্র ফজলু মিয়া(৬৪)।
এর আগে গতকাল শনিবার ঈদের দিন গভীর রাতে চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই সনজীত ও এসআই জাকির হোসেনসহ একদল পুলিশ আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া তালুকদার বাড়ির নুরুল হকের গোয়াল ঘরের জুয়ার আসরে অভিযান চালিয়ে আওয়ামিলীগনেতাসহ ১০ জনকে আটক করেন। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪ হাজার ৯৯৫ টাকা জব্দ করা হয়। এর মধ্যে পুলিশের উপস্থিতি টেরপেয়ে তাদের দুই সহযোগী দুই জুয়ারি পালিয়ে যায়। এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোঃ রাশেদুল হক জানান, মাদক ও জুয়া নির্মূল করতে পুলিশের পাড়ায়-মহল্লায় বিশেষ অভিযান চলছে। নিয়মিত অভিযানের অংশ হিসাবে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন থেকে ১০ জুয়ারি আটক করা হয়েছে। রবিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এবিষয়ে আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মোহাম্মদ আবু নাসের জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আলী রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন