স্টাফ রিপোর্টার। :
বানিয়াচংয়ে বাংলা নববর্ষ ১৪৩০ বাংলা সন কে বরণ করে নিতে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় মঙল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার , বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, প্রধান শিক্ষক জাকির হোসেন, শিক্ষক পলাশ ভট্রাচার্য্য,সাংবাদিক নূরুল ইসলাম প্রমুখ। তবে উক্ত অনুষ্ঠানে কোন কৃষক উপস্থিত ছিলেন না। চাষীগণ ধান কাটা নিয়ে ব্যস্ত। জনৈক কৃষক বলেন, ভাই আমাদের উৎসব ধান কেটে ঘরে তোলা। যারা উৎসব পালন করে আমাদেরকে হাওরে সহযোগিতার আহবান জানাই।
মন্তব্য করুন