মাহমুদ হাসান, বড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার বড়লেখার বর্ণি ইউনিয়নের অত্যান্ত সু-পরিচিত ও বহুল আলোচিত ক্রিকেট লীগ উজিরপুর প্রিমিয়ার লীগ – ২০২৩ এর ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে।
সোস্যাল ফাউন্ডেশন-উজিরপুর এর আয়োজনে এই প্রিমিয়ার লীগ এর ৬ষ্ট আসরের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয় উজিরপুর রয়েল টাইগার্স। যার ক্যাপ্টেন ছিলেন গতবারের চ্যাম্পিয়ান দলের ক্যাপ্টেন ফরিদ হাসান রাফি। সেই সাথে উক্ত ফাইনাল খেলায় গত ৫ বারের ফাইনালের রানার্স আপ দলের ক্যাপ্টেন মিজানুর রহমানের অধিনায়কত্বে এবারও রানার্স আপ হয় উজিরপুর সুপার কিংস।
এর আগে টস জিতে উজিরপুর সুপার কিংস ব্যাটিংএর আমন্ত্রণ জানায় রয়েল টাইগার্সকে। তারা নির্ধারিত ১২ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১০ রান। জবাবে ব্যাট করতে নামে সুপার কিংস। ৭ ওভারেই ৬ উইকেট হারিয়ে জিতার আশা হারায় তারা। তারপর শুধুমাত্র হারের ব্যবধানটাই কমানো ছিলো। নির্ধারিত ১২ ওভারে ৯উইকেটে সংগ্রহ করে ৬০ রান। উজিরপুর রয়েল টাইগার্স ৫০ রানের বিশাল জয় নিয়ে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বর্ণি ইউনিয়ন পরিষদের সদস্য, নুনু মিয়া, সোস্যাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাত, আসাদ আল মাহদী, গল্লাসাংগন ক্রিকেট ক্লাবের অধিনায়ক, জুসেল আহমদ, জনপ্রিয় তারকা ক্রিকেটার, খালেদ আহমদ, তানজি আহমদ সহ আরো অনেকে।
পুরো আসর জুড়ে তিনটি দলের খেলা অনুষ্ঠিত হয়। দলগুলো হলো উজিরপুর সুপার কিং, উজিরপুর রয়েল টাইগার ও উজিরপুর ফাইটার্স।
মন্তব্য করুন