বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাদা দাবি।।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৩, ১১:০৫ অপরাহ্ন /
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে চাদা দাবি।।

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি মোবাইল ফোন নম্বর দূস্কৃতিকারীরা ক্লোন করে চাদা দাবি করছে বলে খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে মঙ্গলবার (৭ ফেব্রæয়ারী) রাত ৯টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের “উপজেলা প্রশাসন বানিয়াচং” নামক ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব কে বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অবৈধ আব্দার করা হয়েছে।
এ জন্য সকলকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, আমাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবরা জানিয়েছেন যে আমার সরকারি নম্বর থেকে আমার নামে হুমকি ধামকি দিচ্ছে। এব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।