তেতুলিয়া(পঞ্চগড়) প্রতিনিধি-
পঞ্চগড়ে জেলার তেতুলিয়ায় স্বল্প আয়ের মানুষদের স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয় ৬ষ্ঠ দফার কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২৪ নভেম্বর) সকাল থেকে তেতুলিয়ায় উপজেলার উপজেলা একযোগে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে। উপজেলা টিসিবি ডিলারের নাম, তেতুলিয়া চৌরাস্তা বাজার মেসার্স আলিফ ট্রেডাস প্রো, লোকমান আলী, তেতুলিয়া চৌরাস্তা মেসার্স রিপা ট্রেডাস প্রো, সাদেকুল ইসলাম,দেবনগর মেসার্স সাদিয়া ট্রেডাস প্রো, মো, আকতার হোসেন, ভজনপুরে মেসার্স সাদ এন্টারপ্রাইজ প্রো আমিনুল ইসলাম, এ ৪ জন ডিলারের মাধ্যমে ক্যালেন্ডার তৈরী করে নির্দিষ্ট তারিখে ৭টি স্থানে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা । এই ৬ষ্ঠ দফায় প্রতি কার্ডধারী ৪০৫ টাকায় ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি নিতে পারছেন। ৬ষ্ঠ দফায় উপজেলায় ৯ হাজার ৬শত ৭টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপজেলা ৭ টি ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির কায্যাক্রম চলছে।
।
এর আগে চতুর্থ, পঞ্চম দফায় একই কার্ডে স্বল্পমূল্যে নির্ধারিত পণ্য বিতরণ করা হয়। তবে গত রমজান মাসে পরিবার প্রতি অতিরিক্ত হিসেবে এক কেজি চিনি ও এক কেজি ছোলা প্রদান করা হয়। গত ২১ মার্চ পঞ্চগড় জেলা তেতুলিয়ায় প্রথম পর্যায়ের টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পঞ্চগড় -১ আসনের এমপি আলহাজ্ব মোজাহারুল হক প্রধান । এব্যাপারে ৩ নং সদর তেতুলিয়া ইউপি চেয়ারম্যান মো; মাসুদ করিম সিদ্দিক জানান, তার তেতুলিয়ায় সদর ইউনিয়নে ১হাজার ৯ শত ৪৫ জন কার্ড ধারীর সংখ্যা রয়েছে। প্রথম দফায় ২ কেজি চিনি ৫৫ টাকা দরে ১১০ টাকা; ২ লিটার তেল ১১০ টাকা দরে ২২০ টাকা ও ২ কেজি মসুর (মাঝারি) ডাল ৬৫ টাকা দরে ১৩০ টাকায় বিক্রি করা হয়েছে। পণ্য সংগ্রহ সাপেক্ষে ২ কেজি ছোলা ৫০ টাকা দরে ১০০ টাকায় বিক্রি করা হবে। ছোলা ব্যতীত চিনি, তেল ও মসুর প্যাকেটের মূল্য ৪০৫ টাকা।
মন্তব্য করুন