সুনামগঞ্জ প্রতিনিধি
আগামীকাল রোজ বুধবার ০২রা নভেম্বর ২০২২ খ্রিঃ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদের স্থগিতকৃত নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন। তাছাড়া জরুরী প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাদা পোষাকে জেলা বিশেষ শাখা ও জেলা গোয়েন্দা শাখার সদস্যগণ প্রতিটি কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবেন। প্রত্যেকটি কেন্দ্রের আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সার্বক্ষণিক বিজ্ঞ জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত থাকবেন।
স্থগিতকৃত উপজেলা পরিষদ নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত অফিসার ও ফোর্সদের আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক দিক নির্দেশনা প্রদানের জন্য আজ মঙ্গলবার জগন্নাথপুর থানা প্রাঙ্গণে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে মোতায়েনকৃত প্রত্যেক পুলিশ ও আনসার সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানোর জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); পারভেজ আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার, দিরাই সার্কেলসহ জেলার উর্ধ্বতন ও বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসারবৃন্দ।
মন্তব্য করুন