খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে
দেশের সর্বউত্তরের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) স্থলবন্দর বাংলাবান্ধায় বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রবিবার ১ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে।
শনিবার (১৪ মে) বিকেলে আমদানি- রফতানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ ও আমদানী রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাাদক ও ইউপি চেয়ারম্যান খুদরতি খোদা মিলন
বিষয়টি নিশ্চিত করেন।
স্থলবন্দর সূত্রে জানা যায়, বৌদ্ধ ধর্মের পূর্ণিমার জন্য আগামীকাল ১৫ মে রবিবার ১ দিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের,নেপাল ও ভূটানের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আগামী ১৬ মে (সোমবার) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি পূণরায় চালু হবে বলে জানান বন্দর কর্তৃকপক্ষ।
মন্তব্য করুন