কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে বাংলাদেশে বসবাসরত মুসলিম মণিপুরি জনগোষ্ঠী পাঙাল শিক্ষার্থীদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয়তম বিএমএমএসকেপি মেধা-যাচাই পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপরে উপজেলার আদমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ মেধা যাচাই পরীক্ষায় ৮ম, ৯ম, ১০ম ও এসএসসি পরীক্ষার্থীসহ মোট ২১৪ জন অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-বামডো’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট’ সভাপতি সাজ্জাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, বাংলাদেশ মণিপুরি মুসলিম টির্চাস ফোরামের সভাপতি মোঃ শাহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ, বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট’এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হুমায়ূন রেজা সোহেল প্রমুখ। বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইমরান খাঁন বলেন, আমরা পড়াশোনার মান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, আগামীতে যাতে আমাদের এই সংগঠনটি আরও এগিয়ে নিতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ১৯৮৫ সালে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ’ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশ ও আধুনিকতার সাথে প্রতিযোগী করে, শিক্ষিত জাতি ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে, শিক্ষার্থীদের মাঝে নানামুখী সৃজনশীল কার্যক্রম নিরলসভাবে পরিচালনা করে আসছে।
মন্তব্য করুন