কমলগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ১০:২২ অপরাহ্ন /
কমলগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কমলগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কমলগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, মো: আব্দুল মোক্তাদির, জয়নাল আবেদীন, সোহেল রানা, পিন্টু দেবনাথ, সালাউদ্দিন শুভ, আব্দুল আহাদ, আব্দুল হাই ইদ্রিছী, আব্দুছ সালাম, নির্মল এস পলাশ, শামীম তালুকদার, পারভেজ আহমদ, ময়নুল ইসলাম চৌধুরী প্রমুখ।