গোলাপগঞ্জে স্বামীর হাতে খু ন নববধূ
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন /
০
মাহদী রহমান
গোলাপগঞ্জ থানাধীন ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে গত ৪ অক্টোবর সকাল প্রায় ৮টার দিকে সাহিদা বেগম (২৩) নামের এক নারী নিজের স্বামী রেজাউল করিমের হাতে খু ন হন। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে রেজাউল করিমকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিনের পারিবারিক কলহই এই হত্যাকাণ্ডের মূল কারণ। তাদের দাবি, রেজাউল করিমের পরিবারও ঘটনায় জড়িত থাকতে পারে এবং তারা ন্যায়বিচারের জন্য অপেক্ষায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহিদা বেগম এবং রেজাউল করিম মাত্র সাত মাস আগে বিয়ে করেছিলেন। ঘটনার দিন সকালে তাদের মধ্যে কথাকাটাকাটির মাধ্যমে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা দা দিয়ে স্ত্রীর গলায় আঘাত করলে ঘটনাস্থলেই সাহিদা বেগমের মৃত্যু হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমান মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। “
আপনার মতামত লিখুন :