যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২২, ১১:১৫ অপরাহ্ন /
যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগ

ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট

সিলেটের বিশ্বনাথ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির দুই নেতা ও ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতিসহ তিনজনের বিরুদ্ধে সরকার ও সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগ পাওয়া গেছে।

তারা হলেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিক মিয়া, রুহেল খান ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।

তাদের সংগঠনবিরোধী এ ‘হীন কাজের’ নেতৃত্ব দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

গত ১০ এপ্রিল এমন অভিযোগ এনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

আর এ লিখিত অভিযোগ দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।

এছাড়াও জেলা সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে অনুলিপি দেওয়া হয়েছে।

তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগটি হুবহু ধরে তুলা হলো- ‘যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন যে কোনো সময়ের চেয়ে আপনাদের নির্দেশ মোতাবেক ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রমে গতিশীল রয়েছে।

কিন্তু উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রফিক মিয়া, রুহেল খান প্রায় সময়ই সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রকাশ্যে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অশালীন এবং আপত্তিকর মন্তব্য করে সংগঠনবিরোধী কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করত।

এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দল ও সরকারবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের সংগঠনবিরোধী এ হীন কাজের নেতৃত্ব দিচ্ছে উপজেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। পাপ্পুর অযোগ্যতা ও তার বিতর্কৃত কার্যক্রমে ইতোমধ্যে ছাত্রলীগের মধ্যে বেশ কয়েকবার বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে উপজেলা ছাত্রলীগের কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।

তাই ছাত্রলীগ ও যুবলীগের কার্যক্রম জোরালো করতে উল্লিখিত কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

এ বিষয়ে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু সব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, বিএনপির সম্পাদক থেকে সরাসরি আওয়ামী লীগের সভাপতি হওয়ায় পংকি খান ছাত্রলীগকে সহ্য করতে পারেননি। তিনি বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগে এসেছেন।

যুবলীগ নেতা রুহেল খানও এমন অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, আমরা দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অবস্থান করায় এ অভিযোগ করা হয়েছে। আমরা সব সময় নেত্রীর কথা মেনে চলছি।

এ বিষয়ে জানতে চাইলে রফিক মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে অভিযোগকারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, দলের ভেতরে সংগঠনবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকায় তাদের বিরুদ্ধে এ অভিযোগ দিয়েছি।