পঞ্চগড়ের মাস্টার প্যারেড অনুষ্ঠিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন /
পঞ্চগড়ের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম!

পঞ্চগড় পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার,((১১ নভেম্বর) সকাল ৮ টায় পঞ্চগড় জেলা পুলিশ আয়োজনে পুলিশ অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পঞ্চগড় জেলা পুলিশের মটরযান শাখা পরিদর্শন করেন। বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ সহকারী পুলিশ সুপার, সার্কেল) সামুয়েল সাংমা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ শইমী ইমতিয়াজ, আরআই পুলিশ লাইন্স, পঞ্চগড় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।