মাহমুদ হাসানবড়লেখা প্রতিনিধি::
মৌলভীবাজারের বড়লেখায় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার স্যারের নির্দেশনা মোতাবেক বড়লেখা উপজেলায় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ০৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।এসময় সর্বোমোট ২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এসময় বড়লেখা থানা পুলিশ সর্বাত্মক সহযোগিতা করে।
সংক্রমণ প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী। সবাইকে সর্তক হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়। স্বাস্থ্যবিধি অমান্যকারীগণকে অর্থদন্ড এবং কারাদন্ড প্রদান করা হবে বলে তিনি জানিয়েছেন
মন্তব্য করুন