করোনা পরিস্তিতিতে চিকিৎসার জন্য কমলগন্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যুক্তরাজ্যস্ত কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন উদ্যোগে, প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ব্যায়ে ৩টি অক্সিজেন সিলিন্ডার, ৩টা অক্সি কনসেকটেটর মেশিন, ২০টি অক্সিমিটার প্রদান করা হয়েছে।
গতকাল দুপুরে হাসপাতালে আনুষ্টানিক ভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়েছে।রাসেল হাসান বখ্তের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,কমলগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম,লেখক ও কবি আহমদ সিরাজ,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সাকিল,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল হোসেন,রাহেল চৌধুরী,মোস্তাফিজুর সানু,সৈয়দ মাহবুব সহ বিভিন্ন সামাজিক ব্যাক্তিবর্গ, সুধীমহল ও হাসপাতালের কর্মকর্তারা উপস্তিত ছিলেন। উল্লেখ্য যে, করোনাকালীন এটা কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্য এর ২য় সহায়তা প্রকল্প। উপস্তিত অতিথিরা ও হাসপাতাল কর্তৃপক্ষ, এই মানবিক সহায়তার জন্য,কমলগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন যুক্তরাজ্য এর প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য করুন