নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
অগ্রহায়ণ মাস শেষে আমন ধান ঘরে তোলার পর ব্যস্ততা কিছুটা কমে নবীগঞ্জ উপজেলার কৃষক-কৃষাণীদের। তবে তারা কেউই কর্মহীন হয়ে পড়েন না। যারা বোরোধান রোপণ করতে ইচ্ছুক তারা আমন ধান কাটার আগে থেকেই বোরো ধানের বীজতলা ও ধানী জমি প্রস্তুত করে রাখেন। রোপণের জন্য তখন কেউই জমিতে নামেন না। জমিতে না নামার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ‘রুটশিন্নী’।
আমন ধান কেটে ঘরে তোলার পর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রোপণকৃত বোরো ধান রক্ষায় এক অলৌকিক বিশ্বাসে যে শিরণী করা হয় স্থানীয়ভাবে তাকে ‘রুটশিন্নী’ বলা হয়। এই শিরণী করে সমস্ত গ্রামে বিতরণ করা হয়। পরে ফসল সুরক্ষায় স্রষ্টার কাছে করা হয় বিশেষ মোনাজাত।
ধারণা করা হয়, শতাধিক বছর ধরে এ উপজেলার ইউনিয়নগুলোর বিভিন্ন গ্রামে এ শিরণীর প্রচলন ছিলো। কিন্তু, কালের বিবর্তনে অধিকাংশ গ্রামগুলোতেই এখন বন্ধ হয়েছে এ শিরণীর প্রচলন। যে গ্রামগুলো এখনো এ শিরণীর প্রচলন আছে তাও সীমিত আকারে। শিরণী বন্ধ হওয়ার বেশ ক’টি কারণও আছে।
ঐতিহ্যবাহী এ শিরণীর ব্যাপারে জানতে উপজেলার বেশ কয়েকজন প্রবীণ নারী-পুরুষের সাথে কথা হয় এ প্রতিবেদকের। তারা জানান, সম্ভবত এক দেড়শ বছর ধরে এ শিরণীর প্রচলন আমাদের এ অঞ্চলে। সব গ্রামেই আমন ধান তুলে খড় দিয়ে পুড়িয়ে বিশেষ কায়দা কানুন মেনে এ শিরণী করা হতো বা হয়। ধানের চারা ছিটিয়ে রাখার ফলে যে ধান উৎপাদন হয় সেই ধানের খড় (বাইনের ডেঙ্গা) দিয়ে জ্বালিয়ে এ শিরণী করা হতো। এখন সমস্ত উপজেলাব্যাপী ‘বাইনধান’ কেউ করেন না। তাই খড়ও পাওয়া যায় না। আগের দিনে প্রায় প্রতিটি গ্রামে এক তারিখে এ শিরণী করা হতো। যেন একটি উৎসব নয়, মহোৎসব হতো। এ দিনটিই এখন হারিয়ে যাচ্ছে।
উপজেলার পৌরসভার সত্তরোর্ধ আবুল হোসেন নামের এক প্রবীণ কৃষকের সাথে আলাপকালে তিনি জানালেন এ শিরণী করার পদ্ধতি। তিনি জানান, এ শিরণী করতে যেসব উপকরণ লাগে সেগুলো হচ্ছে চালের গুড়া, পানি, পেঁয়াজ, আদা, হলুদ, ডালডা, ঘি আর কলাপাতা। আমন জমি থেকে তোলা নতুন ধানের চাল (অন্য চালও হতে পারে) পানিতে ভিজিয়ে রেখে চালকুটে চালের গুড়া তৈরি করা হয়। নির্দিষ্ট চালের গুড়ার সাথে পরিমাণ মতো পেঁয়াজ, ডালডা, আদা আর রং করার জন্য সামান্য পরিমাণের প্রাকৃতিক বাটা। পানি দিয়ে একসাথে মাখিয়ে হাল্কা শক্ত করে পুরু করে গোলাকার রুটি তৈরি করা হয়। রুটিগুলোকে কলাপাতা দিয়ে মুড়িয়ে সারি সারি করে নিচে বিছানো খড়ের উপর রাখা হয়। তারপর উপরে খড় দিয়ে আগুন দেওয়া হয়। দীর্ঘক্ষণ আগুনে পোড়ানোর পর বের করে আনা হয়। কলাপাতার খোলে বিশেষ গোসল দেওয়া হয় রুটিগুলোকে। তারপর কেউ কেউ মাখান ঘি আবার কেউ মাখান ডালডা। এভাবেই তৈরি করা হয় ‘রুটশিন্নী’। তারপর কেটে কুচিকুচি করে সবার শিরণী একসাথে করে বিতরণ করা হয় পুরো গ্রামে।
মন্তব্য করুন