ডেস্ক রিপোর্টঃ
দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন ছাতক দোয়ারাবাজারে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সোমবার মান্নারগাঁও ইউনিয়নের নোয়াগাঁওর খালের উপর ৯ কোটি টাকা ব্যায়ে ৯০ মিটার গার্ডার ব্রীজে কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের তৃতীয় দাপের মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহা বেগম এর সভাপতিত্বে যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়ার সঞ্চালনায় সদ্য প্রয়াত দোয়ারাবাজার উপজেলা পরিষদের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম ডাঃ মোঃ আব্দুর রহিমের স্মরণে দোয়ারাবাজার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে শোকসভা, দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগদান করেন। এদিকে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।। পরে হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি।
সোমবার সকালে সুনামগঞ্জ-ছাতক ভায়া দোয়ারাবাজার সড়কে ৯ কোটি টাকা ব্যায়ে উপজেলার নোয়াগাঁও খালে ৯৫৫ মিটার চেইনেজে ৯৫ মিটার ব্রিজের ভিত্তিপ্রস্তর করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে মুহিবুর রহমান মানিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম রোল মডেল। তিনি বলেন, বিগত ভয়াবহ দুর্যোগে সুনামগঞ্জ-ছাতক ভায়া দোয়ারাবাজার সড়কের নোয়াগাঁও খালের ব্রিজ ভেঙে অপূরণীয় ক্ষয়ক্ষতি সাধিত হয়। করোনা বিপর্যের কারণে দ্রুত কাজ করা সম্ভব হয়নি। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার ২২টি ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা পরিষদের মহিলা ভাইস ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সুনামগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম, ঠিকাদারি প্রতিষ্ঠানের চীফ ইঞ্জিনিয়ার সরদার মাহবুবুর রহমান, প্রকৌশলি ইঞ্জিনিয়ার সাজিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সুরমা ইউনিয়নের চেয়ারম্যানের আব্দুল হালিম বীরপ্রতীক, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, তানভীর আশরাফ চৌধুরী বাবু, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুহেলা আজিজ,মান্নারগাঁও ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলাল আহমদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজাহান মাষ্টার, আ’লীগ নেতা শফিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা.মো দেলোয়ার হোসেন, ডা. সিফাত আরা সমরিন, ডা. বিলকিছ প্রমুখ।
মন্তব্য করুন