নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।।
চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রমজান আলী জাহিদকে ১০কেজি গাঁজাসহ র্যাব আটক করেছে। এদিকে মাদকসহ আটক হওয়ায় তাকে স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিস্কার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি-আব্দুল্লাহ-আল-নোমান এর নেতৃত্বে এক দল র্যাব সোমবার দিবাগত রাত ২ টার দিকে বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালায়। মিরপুর-শ্রীমঙ্গল সড়ক থেকে ১০ কেজি গাঁজাসহ চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের রজব আলী ফকিরের পুত্র মোঃ রমজান আহমেদ জাহিদ (৩২) ও একই উপজেলার সাটিয়াজুরী গ্রামের মৃত তুরাব আলীর পুত্র মোঃ মতিউর রহমান সোহেল (৩১)কে আটক করা হয়। আটক রমজান আহমেদ জাহিদ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক। এবং মতিউর সোহেল সার্টিয়াজুরী ইউনিয়ন যুবলীগ নেতা। দু’জনকে নেপথ্যে থেকে মদদ দিচ্ছেন দলীয় কতেক নেতা। তবে এরা ধরা ছোয়ার বাইরে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই তাদের মদদ দাতাদের মুখোষ উন্মেচন হবে।
এদিকে মাদক সহ আটকের ঘটনায় দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ উল্লেখ করে চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আহমেদ জাহিদকে বহিস্কার করা হয়েছে। চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার ও সাধারণ সম্পাদক আবেদ হাসনাত চৌধুরী তাকে বহিস্কার করেন।
মন্তব্য করুন