অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
আসছে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে৷ আজ দুপুরের উপজেলা আওয়ামীলীগের এক জরুরি সভার মাধ্যমে তাদের বহিস্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ৪ নং ইছাপুর ইউনিয়নের আমির হোসেন খান, ২নং নোয়াগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হোসেন রানা, ৩নং ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন ভূইঁয়া, ৫ নং চন্ডিপুর ইউনিয়নের সামছুল ইসলাম সুমন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন পাটোয়ারী৷
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. সফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিনের সঞ্চালনায় জরুরি সভায় দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷
এ দিকে বিদ্রোহী প্রার্থী আমির হোসেন, মোঃ হোসেন রানাসহ বহিস্কৃতরা জানান, ওনারা ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে কেন্দ্রে তালিকা প্রেরণ করেছেন৷ যা আজকের সভায় সভাপতিও বলেছেন৷ বহিস্কারসহ আরো অনেক ষড়যন্ত্র করবেন এটা জেনে বুঝে আমরা তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী হয়েছি৷ ইনশাআল্লাহ ২৮ তারিখে জনগনের ভোটে নির্বাচিত হয়ে বিজয় নিয়ে আমাদের প্রিয় নেত্রীর কাছে যাব৷
উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু জানান, আজকের জরুরি সভায় প্রিয় নেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশ অনুযায়ী ৫ জন বিদ্রোহী প্রার্থীকে দলীয় শৃংখলার ভঙ্গের দায়ে বহিস্কার করা হয়েছে৷
মন্তব্য করুন