নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে
হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুরে একই স্থানে আওয়ামী লীগের দুই নেতার মতবিনিময় সভা ডাকায় দুই পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় ৩ জনসহ ৫ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল সোমবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান শিবপুরে একই স্থানে নির্বাচনীয় সভার আয়োজন করেন। এ সময় মাহফুজ গ্রুপের হালিম ও আজাদ গ্রুপের তোফাজ্জলের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে উল্লেখিতরা আহত হয়। এর মাঝে টেটাবিদ্ধ অবস্থায় দুইজনকে সিলেট ওসমানিতে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। লাখাই থানার ওসি জানান, আবারও সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন