স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের বানিয়াচংয়ের একটি প্রভাবশালী পরিবার সরকারী খাল খনন করে পুকুর তৈরী করে ভোগদখল করছেন। ফলে এলাকাবাসী জলাবদ্ধতার শিকার হচ্ছেন।
অভিযোগে জানা যায়,বানিয়াচং উপজেলার মজলিস পুর মৌজার এস এ রেকর্ডের ১নং খতিয়ানের ৯৪ দাগের ৬৯ শতক খাল শ্রেণীভুক্ত। তখনই ক্রমান্বয়ে মাটি কেটে পুকর তৈরী করেন। মজলিস পুর গ্রামের বাছির উল্লার পুত্র নুর মামদগং। এলাকাবাসীর অভিযোগ আর এস রেকর্ড করার সময় সেটেলমেন্ট অফিস দখলবাজ দ্বারা প্রভাবিত হয়ে খালকে পুকুর শ্রেনী ভুক্ত করে বর্তমান রেকর্ড করেন। সরকারি খাল পুকুরে রুপান্তরিত হওয়ায় সৃষ্টি করেছে জলাবদ্ধতা। ভোগান্তির শিকার সাধারণ মানুষ। পুকুর পুন: খনন করার সময় সহকারী কমিশনার (ভূমি) ৭০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু থেমে নেই দখলবাজ নুর মামদ। পুরোদমে পুকুর খনন করে দক্ষিন পাড়ে গাইড ওয়ালসহ পাকা সিড়ি ঘাট তেরী করে সম্পুর্ন ভাবে নিজ কব্জায় নিয়ে যান। তার পরিবার ছাড়া
অন্য কেউ পুকুরের পানি ব্যবহার করার সুযোগ নেই। দখলবাজ নুর মামদের কবল থেকে সরকারি পুকুর উদ্ধার করার জন্য গ্রামবাসীর পক্ষে আনোয়ারুল হক গং হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে১৫/৯/২২:ইং তারিখে লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসক ১/১১/২২ইং তারিখে ১৫১৩ নং স্মারকে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের নিকট ব্যবস্হা গ্রহণের জন্য প্রেরন করেন। এ ছাড়া ঔ ওয়ার্ডের মেম্বার মনছুর মিয়া একই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন। কিন্তু দখলবাজরা প্রভাব শালী হওয়ায় রহস্য জনক কারণে এপর্যন্ত কোন ব্যবস্হা নেওয়া হয়নি। মজলিস পুর গ্রামের মেম্বার মনছুর মিয়া জানান। প্রভাবশালী নুর মামদ পুকুরে মৎস্য চাষ করে বছরে ৫ লক্ষাধিক টাকা আয় করেন। উমেদ মিয়া বলেন,খালকে পুকুর করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গ্রামের একমাত্র মাঠে জলাবদ্ধতার কারনে শিশুরা খেলাধূলা করতে পারে না। যুগ যুগ ধরে এই মাঠে ধান মাড়াই ও শুকানো হয়। জলাবদ্ধতার কারনে বিপদে পড়েন কৃষক গণ। রমজান আলী বলেন, বৃষ্টি হলে মাঠে জানা জার নামাজ পড়া যায়নি। মজলিস পুর এক গ্রামে একটি ওয়ার্ড। নুর মামদ ও তার ভাইয়েরা প্রবাসী হওয়ায় টাকার জোরে সরকারি সম্পত্তি দখল করেছেন।
এবিষয়ে মজলিস পুর গ্রাম বাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, প্রয়োজনে মানববন্ধ সহ হরতালের কর্মসূচি দিবেন। নুর মামদের ভাই জালাল মামদ ফোনে বলেন, সব কিছু ম্যানেজ করেছি। আপনি কিছু লিখবেন না। এ বিষয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব কে ফোন দিলে দূ:খিত বলে
।এলাকাবাসীর দাবী সরকারি পুকুর উদ্ধার করে জনস্বার্থে ব্যবহার করে জলাবদ্ধতা নিরসন করা।
মন্তব্য করুন