পঞ্চগড় প্রতিনিধি
জমি নিয়ে বিরোধ; সন্ত্রাসী হামলায় আহত ৪, মডেল থানায় মামলা দায়ের।পঞ্চগড় জেলা তেতুলিয়ায় উপজেলায় ৬নং ভজনপুর ইউনিয়নের চারপাড়াগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ এমদাদুল হক(৪০)-সহ পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার(১ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন চারপাড়াগ্রামের আয়শা
(৫), মোঃ হারেজ(২৫) ও মোছাঃ বজিতন(৪৫)। তাদের তেতুলিয়ায়হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ভজনপুর ইউপির হারাদিঘী ও,প্রধান গছমৌজায় পৈতৃক সম্পক্তি৪ বিঘা জমি নিয়ে আনিছুর গংসাথে তাদের বিরোধ চলে আসছিল।
সম্প্রতি কোর্টর নিষেজ্ঞা থাকার পরও সন্ত্রাসী কায়দায়জমি জবর দখল করেন ভজনপুর ইউপি সদস্য মোঃ আবির গং এতে
বিরোধ তীব্র আকার ধারন করে। বুধবার (১জানুয়ারী ) সকালে ভুট্রার বীজ রোপন করে জবর দখল করলে
প্রতিপক্ষের ইউপি সদস্যের আবিরেরনেতৃত্বে তার পরিবারের লোকজনমিলে এ হামলার ঘটনা ঘটায়।আহত মোঃ এমদাদুল হকজানান, ইউপি সদস্য আবিরও তার কয়েকভাই মিলে বাঁসের লাটি, দা-সহ অতর্কিত আমাদের জখম করে। তারা জবরদখল করে জমি নিতে চায়। তবে, হামলায় নেতৃত্বদানকারী আবিরএই ঘটনায় তাদের পরিবারের জড়িত থাকার কথা স্বীকার করেন।ভজনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোসলেমবলেন, নিরীহদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে, দুখঃজনক।তিনি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় চন্দ্র রায়ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছেন।
মন্তব্য করুন