নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাঠে দুলছে সরিষা বাম্পার ফলন খুশিতে হাসছে কৃষক। উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় দুই শতাধিক কৃষক চলতি মৌসুমে ৫শ বিশ হেক্টর সরিষার চাষ করেছেন,যার ফলে দুর দৃষ্টিতে ভেসে উঠে হলদে সবুজ সরিষা মাঠ।
এই সরিষা উৎপাদনের মাধ্যমে কৃষকদের ভোজ্য তৈলের চাহিদা পূরণ হবে এবং শস্যের নিবিড়তা বৃদ্ধি পাবে।পাশাপাশি আর্থিকভাবে লাভবান হবেন উদ্যোক্তাগণ।
এ বছর সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় । এছাড়া উপজেলা পরিষদের অর্থায়নে দু’শ পঞ্চাশ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।
এ বিষয় উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সজিব হোসেন জানান,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এ উপজেলায় সরিষার উৎপাদন হতে বারে সাতশো আশি টন। যার বাজার দর হবে প্রায় চার দশমিক আটষট্টি কোটি টাকা।তিনি সকল কে উৎসাহিত করেন।যেন কোন রকম আবাদি জমি অনাবাদি রাখা না হয়।
মন্তব্য করুন