আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ–
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ওবার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ২০২৩ উৎযাপন উপলক্ষে উৎসব মূখর পরিবেশে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার ইউনিয়নের ঐতিহ্য বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদনের আয়োজনে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
ইংরেজি ২৬শে মার্চ ২০২৩ তাং রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও স্বাংস্কৃতিক অনুষ্ঠানের২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসটি আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজনের মধ্যে দিয়ে শুরু করা হয়।
এছাড়াও ২০১৯/২০২২ সালের বিদ্যালয় হতে ১২জন মেধাবী ছাত্র ছাত্রী পঞ্চম শ্রেনীতে সরকারি বৃত্তি পাওয়ায় অত্র প্রতিষ্ঠান থেকে তাদেরকে সংবর্ধনা ও সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়।
বাগআঁচড়া দারল আমান শিক্ষা সদন পরিচালনা পরিষদের সভাপতি মাওঃ আজিজুর রহমানের সভাপতিত্তে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ মাওঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী অবিভাবক সুধিজন,আমনন্ত্রিত অথিতিদের কে নিয়ে মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের কর্মসুচি পালন করা হয়েছে।
সেই ধারাবাহিকতায় বাগআঁচড়া দারুল আমান শিক্ষা সদন প্রতিবারের ন্যায় এবছরও নানা আয়োজনে প্রতিষ্ঠানের হল রুমে মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে স্কুলের ছাত্র, ছাত্রী,অভিভাবক,সুধিজন,এলাকার জনসাধারণ, মা,বোন, ভাইদের কে নিয়ে সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন রকম গজল, ইসলামি সংগীত, হামদ,নাত,কেরাত ,খেলা ধুলা,কবিতা আবৃত্তি,একক,অভিনয়ের পাশা পাশি পুরস্কার বিতরণ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা পুরুষ্কার বিতরনী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সভাপতি মাওঃ আজিজুর রহমান,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নিছার উদ্দিন ,বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের সহ ধর্মিনী সানজিদা শিলা মাওঃ আহসাম উল্লাহ জিহাদি, বিশিষ্ট ব্যাংকার আলহাজ্ব মোঃ আঃ ছাত্তার, সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র,ছাত্রী শিক্ষক,শিক্ষিকা, সুধিজন,সমাজ সেবক,অভিভাবক, সাংবাদিক,রাজনৈতিক ব্যাক্তি বর্গ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন