স্টাফ রিপোর্টারঃ
যশোরের বেনাপোল পৌর সভার গাজীপুর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী শেখ মফিজুর রহমানের শুভেচ্ছা বিনিময়ের প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান ও ভাষা সহিদদের সংযুক্ত পোষ্টার সন্ত্রাসী দুর্বিত্ত বাহিনী কতৃক ছিড়ে ফেলা ও হত্যার হুমকি ভয়ভিতি প্রদর্শন।
ইং ২১/২/২৩তাং মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বেনাপোল পৌরসভা গাজিপুর ওয়ার্ড কমিশনার পদপ্রার্থী শেখ মফিজুর রহমানের শুভেচ্ছা বিনিময়ের প্রধানমন্ত্রী শেখ মুজিবর রহমান ও ভাষা সহিদদের সংযুক্ত পোষ্টার সন্ত্রাসী দুর্বিত্ত বাহিনী কতৃক ছিড়ে ফেলার পাশাপাশি হুমকি ধামকি ভয়ভিতি সহ নানারকম অপরাধ মুলক ঘৃন্যতম কাজ করানো হয়েছে। যেটি খুবই দুঃখ জনক।
তবে জানা যায় আসন্ন পৌরসভার নির্বাচন কে ঘিরে জনপ্রিয়তার শীর্ষে তার নিজ অবস্হান ধরে রাখার লক্ষ্যে তিনি এক শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে ব্যানার ফেস্টুন সহ নানারকম উন্নয়ন মুলুক কর্মকান্ডের চিত্র তুলে ধরার জন্য প্রচার করে ছুটে চলেছেন।
সেই ধারাবাহিকতায় বেনাপোল পোর্ট থানার ও বেনাপোল পৌর সভার জাহাঙ্গীর আলম লাল ও তার ছেলেরা এবং তার পৌষ্য সন্ত্রাসী বাহিনী মিলে কাউন্সিলর পদে পতিদন্দিতার জেরে, এমন অমানবিক আচারনের বহিপ্রকাশের কর্মকান্ডের জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন এলাকার সুধিজন আপামর জনসাধারণ সহ সর্ব স্তরের জনগন।
এব্যাপারে বেনাপোল পৌরসভা গাজির ওয়ার্ড কমিশনার পদ প্রাথী ছাত্রলীগ নেতা সাংবাদিক শেখ মফিজুর রহমান বলেন জাহাঙ্গীর আলম লাল সাবেক মেম্বার এর নেতৃত্বে তার ছোট ছেলে আফজাল হোসেন সনি ও তার সাঙ্গো পাঙ্গুরা মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ যুবলীগ সভাপতি মইলুল হোসেন নিখিল এবং সাধারণ সম্পাদক ফজলে শামস পরশ এর ছবি থাকা ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা জানানো ব্যানার ও ফেসটোন ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে অপমান করাই আমার কাছে একটি মর্মান্তিক ঘটনা। আমি এই ঘটনার সুষ্ঠু বিচারের পাশাপাশি ঘটনার মুল হতাদের দৃষ্টান্তমূলক শাস্তি জোর দাবি জানায়।
ঘটনার সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের লক্ষ্যে ইং২২/২/২৩ তাং বাদি সাংবাদিক মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানায় শরীরে হাজির হয়ে বিবাদির বিপক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
মন্তব্য করুন