পঞ্চগড় প্রতিনিধি;
পঞ্চগড় জেলা তেতুলিয়ায় মৎস্য চাষে সফলতার পর এখন মা বাবার দোয়া নামে মাছের আড়ৎটি লাভের মুখ দেখছেন ডাঙ্গাপাড়ার বাসিন্দা মাছ চাষি ইনসান আলী। গত ৫ জানুয়ারি চৌরাস্তা বাজারে মা বাবার দোয়া মাছের আড়ৎ টি শুভ উদ্ধোধন করেন।এ মাছের আড়ৎতে ন্যায্য মুল্যে পাইকারী দামে সকল শ্রেনী পেশার মানুষের কাছে মাছ বিক্রি করা হয়।এটি উপজেলার একমাত্র মাছের আড়ৎত।
তিনি ২০০০ সালে নিজের ২টি পুকুরে মাছ চাষ শুরু করেন । চাষে সফলতা পানলাভ হওয়ায় আরো ৫টি পুকুর লিজ নিয়ে ৭টি মৎস্য খামারে ১৫ লাখ ৬ হাজার টাকার রেনু চাষ করেছেন। তার মৎস্য চাষের পুকুরে জমির পরিমান রয়েছে প্রায় ৬০ বিঘা৭ টি মৎস্য খামার মাগুড়ার বড়বিল্লা,দর্জিপাড়া,শালিয়াল,এবং ডাঙ্গা পাড়ায় গ্রামে অবস্থিত।
দীর্ঘদিন বেকার ছিলেন। চাকুরি না পেয়ে অভিশপ্ত বেকার জীবন থেকে মুক্ত হতে নিজ অর্থে, তিনি মৎস্য চাষে ঝুঁকে পড়েন। এখন তার মৎস্য খামারে ২০ জন বেকার যুবক চাকুরি করছেন । মৎস্য চাষের পাশাপাশি পরিবেশ বান্ধব সবজি চাষ, ফলজ বাগান ও বনজ বাগান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ঘুচিয়েছেন তাদের বেকারত্বও সফলতা মুখ দেখছেন নিজেই।বর্তমানে তার মৎস্য খামারে রুই, কাতলা, পুঁটি, সিলভার কার্প, গ্রাস কার্প, তেলাপি,দেশী মলা,অন্যান্য প্রজাতির মাছের রেনু বিভিন্ন হ্যাচারি থেকে সংগ্রহ করে চাষ করছেন। তিন মাস পরিচর্যা করে এক থেকে দুই ইঞ্চি পোনা ২শ টাকা এবং চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পোনা ৫শ টাকায় বিক্রি করেন। তার এই সফলতা দেখে আশপাশের গ্রামের বেকার যুবকরা মৎস্য চাষের দিকে আগ্রহী হয়ে পড়েছে। শুধু মৎস্য চাষে নয় সফল উদ্যোক্তা হিসেবে তিনি এলাকার ব্যাপক সুখ্যাতি অর্জন করেছেন।
মন্তব্য করুন