কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদ নগর বাজারে বাংলাএকাডেমীর পুরস্কার প্রাপ্ত লেখক, গবেষক, সাংবাদিক ও প্রগতিশীল রাজনীতিবিদ ইসহাক কাজলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ইসহাক কাজল গণ পাঠাগারের উদ্যোগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় শহীদনগর বাজারে পাঠাগার কেন্দ্রে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুলইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু,শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মো: আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা নজরুলইসলাম, কবি জয়নাল আবেদীন শিবু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুলমোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ,সাংবাদিক শাহীন আহমদ, নাট্যকার হিফজুর রহমান, ইউপি সদস্য তোয়াবুর রহমানতবারক, আব্দুল হান্নান, সমাজসেবক নারায়ণ মল্লিক সাগর। আলোচনায় অংশ নেনসমাজসেবক আব্দুল মছব্বির, লোকমান আহমদ, সাইফুর আহমদ, সাকিব হোসেন জয়
প্রমুখ।
সভায় আলোচকরা বলেন, প্রয়াত ইসহাক কাজল দীর্ঘদিন বাংলাদেশে সাংবাদিকতা করেগেছেন। এর পাশাপাশি ওয়ার্কাস পাটির একজন নেতা হিসাবেও গণমানুষের দাবিদাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তী সময়ে লন্ডনে চলে যাওয়ায়সেখানেও তিনি লেখালেখি ও সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখায় আন্তজার্তিকমানের লেখক ও সাংবাদিক হিসাবে সুনাম অজর্ন করেন। তাঁর একাধিক বই প্রকাশিতহয়েছে। এজন্য তিনি বাংলা একাডেমীর পক্ষ থেকে পুরস্কৃতও হন। ইসহাক কাজলেরজীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানশেষে মাওলানা জুবায়ের আহমদ দোয়া পরিচালনা করেন।
মন্তব্য করুন