হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে ও উপজেলা আওয়ামিলীগ ও অংগ সংগঠন এর সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জ ২ (দিরাই শাল্লা) আসনে বারংবার নির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান প্রনেতা প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তর ষষ্ঠ
মহা প্রয়ান দিবস পালিত হয়।
৫ ই রবিবার ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় সুরঞ্জিত সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি শোক শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তনের সামনে এসে মিলিত হয়।
এরপর দুপুর ১২টায় গণমিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক পি সি দাশের সঞ্চালনায় ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের অমিতা রাণী দাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দীপু রঞ্জন দাস।
শোক সভায় আরো বক্তব্য রাখেন শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর সাত্তার মিয়া, সুরঞ্জিত সেন স্মৃতির পরিষদের সিনিয়র সদস্য বিকাশ রঞ্জন চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা শ্যামাপদ সরকার, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল বরন চৌধুরী, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অজয় তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা আবুল হাসনাত মোঃ রেজাউল করিম লিটন মিয়া প্রমুখ।।
সব শেষে বিকেল ৫ ঘটিকায় উপজেলা সদরের কালি মন্দিরে প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তর আত্মার শান্তি কামনা করে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করা হয়।
মন্তব্য করুন