হবিগঞ্জ প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশের প্রথম মেট্টো রেলে আরোহন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনস্থ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে এমপি আবু জাহির উত্তরা উত্তর মেট্টোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে আগারগাঁও স্টেশনে গিয়ে নামবেন। এজন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেডের পক্ষ থেকে এমপি আবু জাহিরকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়েছে।
ঢাকার প্রথম মেট্টোরেল বুধবার (২৮ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্টোরেল। কর্তৃপ ঠিক করেছে, পৌনে ১২ কিলোমিটার এই পথ পাড়ি দিতে মেট্টোরেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড। যানবাহনের চেয়ে এত দ্রুত যাতায়াত ঢাকাবাসীকে স্বস্তি দেবে।
মন্তব্য করুন