আমরা চাই আমাদের এই কাজগুলোর সাথে যেন সবাই সংযুক্ত হন এবং সহযোগিতা করেন। আমরা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করলে এ সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে সক্ষম হব নিশ্চয়ই। সারা বিশ্ব যখন একত্র হয়ে ইউএন ওমেন বা জাতিসংঘ লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতা বিষয়ক সংস্থার সিক্সটিন ডেইজ অফ অ্যাক্টিভিজম পালন করছে আর্থপিডিয়া গ্লোবাল তখন একই সাথে ভিন্ন ভিন্ন আয়োজন করে যাচ্ছে- গুড টাচ ব্যাড টাচ ক্যাম্পেইন, gender-based ভায়োলেন্স ক্যাম্পেইন, মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনামূলক ক্যাম্পেইন, মাসিক সুরক্ষা ব্যাংক স্থাপনা সহ নানান কর্মসূচি পালন করে । ইতিমধ্যেই হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় গুড টাচ ব্যাড টাচ ক্যাম্পেইন সফল ভাবে সম্পন্ন করা হয়। আর্থপিডিয়া গ্লোবালের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানাগেছে আর্থপিডিয়া গ্লোবাল প্রতিষ্ঠার শরু থেকেই বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে এর মধ্যে নারী ক্ষমতায়ন, লিঙ্গ সমঝোতা, শিক্ষা, জলবায়ু, মাসিক স্বাস্থ্যসুরক্ষা, সেল্ফ ডিফেন্স ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সচেতনামূলক ক্যাম্পেইন (গুড টাচ ব্যাড টাচ ক্যাম্পেইন, শিশু ধর্ষণ শিশু নির্যাতন, ডমেস্টিক ভায়োলেন্স, gender-based ভায়োলেন্স, বাল্যবিবাহ, মাদকবিরোধী)। তাদের এমন সামাজিক কর্মকান্ডকে ভূয়সী প্রশংসা করেন শিক্ষকসহ স্থানীয়রাও।
ReplyForward |
মন্তব্য করুন