ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশকে বিশৃঙ্খল করতে ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে। কিছু মানুষ দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। কিছুদিন আগে গুজব ছড়িয়েছিল ব্যাংকে টাকা নাই। কী ভয়ংকর ষড়যন্ত্র, কচুপাতার পানির মতো। যদি সব ব্যাংকে মানুষ হাজির হয়ে যেত। সংস্থাগুলো ধ্বংস হয়ে যেত। মানুষ যায় নাই। বিশ্বাস ছিল শেখ হাসিনার প্রতি, বিশ্বাস ছিল সরকারের প্রতি।
তিনি বলেন, কোনো সংঘাত না, বিবাদ না। এতে ক্ষতি হবে। সমাজে স্থিতিশীলতা ধরে রাখতে হবে। সমাজে বিশৃঙ্খলা হলে সরকার আমাদের উন্নয়ন কার্যক্রম করতে পারবে না, এনজিওরাও পারবে না।
রোববার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের’ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্যাংকে টাকা গায়েব হওয়ার কোনো সম্ভাবনা নেই, দরিদ্র মানুষ না খেয়ে মরবে না, মুক্ত জলাশয়ে মাছ ধরে খেয়েও মানুষ উন্নতি করছে।
এ সময় সরকারিভাবে জলাশয়ের ইজারা প্রথা তুলে দেওয়ার পক্ষে মন্তব্য করে তিনি বলেন, বিল ইজারা দেওয়া হয়। গরিব মানুষ টেংরা পুঁটি খেতে পারে না। এটি উঠিয়ে দেয়া উচিৎ। এটি আমার মতামত। যদিও সরকার করেছে তা মানতে আমরা বাধ্য।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহেদা ফিজ্জা কবিরের সভাপতিত্বে ও সিনিয়র উপদেষ্টা মো. ফজলুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুজ্জামান, শান্তিগঞ্জ ফাউন্ডেশনের উপদেষ্টা ডক্টর সামিয়া সেলিমসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
মন্তব্য করুন