যুক্তরাজ্য প্রতিনিধি, ইঞ্জিনিয়র বশীর উদ্দিন আহমদ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ৪ বাংলাদেশি আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন। অভিনন্দন নাবিলা! জর্জিয়া থেকে প্রথন বারের মত নির্বাচিত আমাদের সকলের প্রিয় নব-প্রজন্মের উঠতি মূল্ধারার রাজনীতিক।
বিজয়ীরা হলেন, জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান (ডেমোক্রেট) ও নাবিলা ইসলাম (ডেমোক্রেট), কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর মো. মাসুদুর রহমান (রিপাবলিকান) ও নিউ হ্যাম্পশায়ারের হাউস অব রিপ্রেজেন্টেটিভ আবুল খান (রিপাবলিকান)।
নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা বাকি থাকলেও এই ৪ আসন থেকে জয় নিশ্চিত বলে নির্ভরযোগ্য সূত্রে বেসরকারি ভাবে জানাগেছে।
এদিকে সিনেটের নিয়ন্ত্রণ কোন দল পাবেন তা’ নির্ভর করছেন আগামি ৬ ডিসেম্বর জর্জিয়ার রান-অফ নির্বাচনের ফলাফলের উপর। উল্লেখ্য মার্কির যূক্তরাস্ট্রে সিনেট সদস্য সখ্যা ১০০ জন। ৫১-৪৯ বর্তমানে ডেমোক্রেটিক পার্টি সিলেট নিয়ন্ত্রণ করছেন। হাড্ডা-হাড্ডি লড়াই হয়েছে এই গুরুত্বপূর্ণ আসন নিয়ে। কেউ ই কাস্টকৃত ৫০% এর উপরে পাননি, তাই পূণর্নিবাচন বা রান-অফ!
এদিকে ৮ই নভেম্বরের মধ্য বর্তী নির্বাচনে রিপাব্লিকান দল কিছুটা ভাল ফলাফল করায় প্রক্তন প্রেসিডেন্ট ট্রাম্প নড়ে চড়ে বসেছেন। আগামি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতা ঘোষনা আসছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। আসলে কি ঘটবে বা ঘটতে যাচ্ছে সেটা সময়ই বলে দেবে।
মন্তব্য করুন