স্থানীয় সূত্রে জানা যায়, এক্তিয়ারপুর গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তারেক মিয়ার। আবার ওই মেয়ের সাথে প্রেম করতে চাইছিলেন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের শফিক মিয়ার ছেলে শিমুল মিয়া (২১)।
স্থানীয়রা জানান, মিতুর সাথে প্রেমে ব্যর্থ হয়ে তারেক মিয়াকে হত্যার পরিকল্পনা করেন শিমুল। বৃহস্পতিবার রাতে ছিল ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল এন্ড কলেজ মাঠে সুন্নি মহাসম্মেলন। দিবাগত রাত দেড়টায় সম্মেলনের পাশের রাস্তায় দলবল নিয়ে অবস্থান করে শিমুল মিয়া। এ সময় আতিকুল ইসলাম মিশু ও তারেক মিয়া সেখানে আসলে শিমুল মিয়া ও তার লোকজন তাদের উপর চাকু নিয়ে ঝাপিয়ে পড়ে।
অতর্কিত এই হামলায় আতিকুল ইসলাম মিশুর পেটে এবং তারেক মিয়ার কোমড়ে চাকুর আঘাতে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন মিশু ও তারেককে উদ্ধার করে সাড়ে ৩টার দিকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় আতিকুল ইসলাম মিশু মৃত্যুবরণ করে। গুরুতর আহত তারেককে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্ক থেকে এই ঘটনা ঘটেছে। ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তদেরকে ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
ReplyForward |
মন্তব্য করুন