কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় সিলেটের জালালাবাদ থানার শিব বাজার ফাঁড়ির এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। এয়ারপোর্ট সড়কে মঙ্গলবার রাত ৩টার টার দিকে এ দুর্ঘটনা
ঘটে। নিহত কনস্টেবল হলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের জপলার পাড় এলাকার মৃত নন্দ কিশোর সিংহের ছেলে সুমন সিংহ ওরফে বাবলু (৩০)।
জানা যায়, সুমন সিংহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মিশন শেষ করে সিলেটের জালালাবাদ থানার শিব বাজার পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। ঘটনার
দিন রাতে মটরসাইকেল যোগে ফাঁড়িতে যাওয়ার পথে এয়ারপোর্ট সড়কে ঘন কুয়াশার কারণে সড়কের পাশে দাড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা লাগলে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। পরে টহল পুলিশের একটি দল সড়কে পড়ে থাকা গুরুতর আহত সুমনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় সুমনের মৃত্যু হয়।
পুলিশ সদস্য সুমনের বোন লাভলী সিনহা জানান, সুমনের লাশ আনতে তারা সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। এদিকে মোটর সাইকেল দুঘর্টনায় সুমনের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ী কমলগঞ্জে পৌঁছলে শোকের মাতম নেমে আসে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুমন সিংহ ওরফে বাবলুর মরদেহ সিলেট থেকে তার গ্রামের বাড়ি মাধবপুরের জপলার পাড় গ্রামে নেয়া হচ্ছে বলে জানা যায়।
মন্তব্য করুন