হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জের শাল্লায় ব্র্যাক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় ঢেউ এর আঘাত থেকে হাটি ভাঙ্গন রোধে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে করচ ও হিজল গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
৩১ অক্টোবর সোমবার শাল্লা ইউনিয়নের অন্তর্গত মুজিব নগর হাটিতে হাওরের ঢেউ এর আঘাত থেকে হাটি ভাঙ্গন রোধে অত্র হাটির চতুর্দিকে চারা রোপণের মাধ্যমে উক্ত কার্য্যক্রমের শুভ উদ্বোধন করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব। এছাড়াও উক্ত হাটিতে অত্র কর্মসূচির জীবিকায়নের জন্য অর্থ সহায়তা সহ কর্মসূচির পরিচালিত অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
চারা রোপণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো মিজানুর রহমান, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির নর্থ ইস্টার্ন ফ্লাড রেসপন্স ইন সুনামগঞ্জ ডিস্ট্রিক প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো মোজাম্মেল হক, ফিল্ড কো-অর্ডিনেটর মো আজিজুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর মো আশিক মেহেদী।
দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ডেপুটি ম্যানেজার রেসপন্স মো জাকির হোসেন জানান উক্ত কর্মসূচির আওতায় শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তর্গত আরো চারটি হাটিতে করচ ও হিজলের চারা রোপণ করা হবে। হাঁটিগুলো হল – কার্তিকপুর (পূর্ব হাটি), আব্দা, ইসলামপুর ও ইসাকপুর।
মন্তব্য করুন