স্টাফ রিপোর্টার।
হবিগঞ্জের বানিয়াচংয় উপজেলা ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এর মধ্যে ৪ টি ইউনিয়ন নিয়ে বানিয়াচং সদর। পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচংয়ে গড়ে উঠেছে কুদ্র ও মাঝারি শিল্প কারখানা। কিন্তু বিদ্যুৎ এর লোডশেডিংয়ের কারণে এ সব শিল্প কারখানা বন্ধ হওয়ার পথে। ওয়ার্কশপ গুলো অলস সময় কাটাচ্ছে। ঘর ভাড়া ও কর্মচারীর বেতন গুনতে হচ্ছে মালিকদের। কত বার বিদ্যুত আসে যায় তা কোন মানুষের পক্ষে হিসাব রাখা সম্ভব নয়। ছাত্র ছাত্রীদের পরীক্ষা চলছে। লেখাপড়ার ঘটছে বিঘ্ন। মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তুলোধুনো করছে বিদ্যুত কর্তপক্ষকে। মিছিল মিটিং ও হয়েছে। কিন্তু বিদ্যুতের কোন উন্নয়ন হয়নি।
বানিয়াচং পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএমকে মুঠোফোনে লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে, তিনি জানান, বানিয়াচংয়ে ১৫ মেঃ বিদ্যুৎ এর চাহিদার বিপরীতে পাচ্ছেন মাত্র ৫ মেঃ বিদ্যুৎ। তিনি জানান সর্বোচ্চ চেষ্টা করে ও চাহিদা অনুযায়ী বিদ্যুত পাচ্ছি না। তাই লোডশেডিং করতে হচ্ছে। এদিকে বানিয়াচংয়ের বিশিষ্টজনরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এর দাবী জানিয়েছেন।
মন্তব্য করুন