ডেস্ক রিপোর্টঃ
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২২ আগস্ট) ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ বৈঠকে যোগ দেন সরকার প্রধান। মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে অংশ নেন।
সভা শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, সিডিএ বা কেডিএ অনুসরণে এটা সিলেটের উন্নয়নের জন্য সিডিএ করা হয়েছে যাতে সিলেটের সিটি কর্পোরেশন এলাকা বা পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন করা যায়।
তিনি বলেন, সিলেট শহর ও আশেপাশে বেশ কিছু স্থাপনা ও অনেক বিল্ডিং খুবই অপরিকল্পিতভাবে নির্মাণ করা হচ্ছে। যার ফলে শহরের সৌন্দর্য ও যাতায়াত বা কনজেশনটা আনপ্ল্যানড হয়ে যাচ্ছে। সে জন্য সিলেট শহরকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার জন্য এ আইনটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
মন্তব্য করুন