ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
হালদা নদীতে অবৈধ মাছ ও রেণুপোনা শিকার বন্ধে অভিযান চালিয়েছে নৌপুলিশ। বুধবার (১১ মে) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হালদা নদীর কর্ণফুলী-হালদা মোহনায় কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকা, উত্তর মোহরা মন্দির এলাকার মোহনা তীরবর্তী নদীতে সদরঘাট নৌ-থানা পুলিশ এ অভিযান চালায়।
অভিযানে চিংড়ি রেণুপোনা ধরার ৩০টি ঠেলাজাল, একটি পরিত্যক্ত নৌকাসহ তিন পাতিলে প্রায় ৩০ হাজার রেণুপোনা জব্দ করে পুলিশ। পরে জব্দকৃত রেণু হালদা নদীতে অবমুক্ত করা হয়।
সদরঘাট নৌ-থানার ওসি এবিএম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, মা মাছ রক্ষা ও রেণু শিকার বন্ধে হালদা নদীতে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় রেণুপোনা ধরার সঙ্গে লোকজন পালিয়ে গেলেও তাদের ৩০টি ঠেলাজাল, পরিত্যক্ত নৌকা ও প্রায় ৩০ হাজার রেণুপোনা জব্দ করা হয়। পরে এসব রেণু পোনা হালদা নদীতে অবমুক্ত করা হয়। জব্দকৃত জাল ও নৌকা ধ্বংস করা হয়।
হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌপুলিশের অভিযান এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
মন্তব্য করুন