হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, খাদ্য অফিসার খবির উদ্দিন, শিক্ষা অফিসার পত্নী শামিমা আফরোজ, শিক্ষক ভানু চন্দ্র চন্দ, আসাদুর রহমান খান, আফরোজা বেগম, সজল গোপ, আবুল মনছুর তুহিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য করুন