দ্য সিলেট পোস্ট ডেস্কঃ
বাজার নিয়ন্ত্রণে ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপণ্যের ওপর থেকে শুল্ক সরিয়ে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে সোমবার। রবিবার (১৩ মার্চ) সচিবালয়ে বিকেলে ৫ মন্ত্রীর উপস্থিতিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নিত্যপণ্যের বাড়তি দাম ইস্যুতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সুযোগ নিয়ে কোনো অসাধুতা যেন প্রশ্রয় না পায়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দু-একদিনের মধ্যে টাস্কফোর্স গঠন করা হবে যাতে কেউ সুযোগটা না নিতে পারে। সরকার কিন্তু অত্যন্ত পজিটিভলি কনসিডার করছে যে, মূল্য কোনটা হওয়া উচিত। যারা বেশি দামে পণ্য বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব, এটা বলতে পারি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাবিশ্বে তেলের দাম বেড়েছে, এর প্রভাব আমাদের দেশেও পড়েছে। সে কারণে তেলের দাম কিছুটা বেড়েছে। ইউক্রেন ও রাশিয়া থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ গম-চাল আমদানি করা হয়। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে এ খাদ্যশস্য আমদানিও হুমকির মুখে। তবে বিকল্প পদ্ধতিতে সংকট মোকাবিলার বিষয়ে আলাপ-আলোচনা চলছে।
মন্তব্য করুন