বড়লেখায় গ্রামীণ বেকারিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন /
বড়লেখায় গ্রামীণ বেকারিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বড়লেখা উপজেলা প্রশাসনের অভিযানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় না রাখা ও পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় একটি বেকারিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫ খ্রি.) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব গালিব চৌধুরী এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযানে দেখা যায়, বড়লেখা পৌর শহরের উত্তর চৌমুহনী এলাকার জফরপুর রোডে অবস্থিত গ্রামীণ বেকারী-তে পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিক্রয়মূল্য উল্লেখ নেই। এছাড়াও বেকারির ভেতরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অগোছালো।

এসময় বেকারিটির স্বত্বাধিকারী মো. ইয়াছিন (৪৮) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৫২ ধারার আওতায় ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বলেন “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, “বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন বেকারি, হোটেল ও খাদ্যপণ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।